অধিদপ্তরের নামঃ- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর।
প্রশাসনিক বিভাগঃ- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।
মন্ত্রণালয়ঃ- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
প্রতিষ্ঠার তারিখঃ- ৩১ জুলাই, ২০১৩ খ্রি.।
বর্তমান কার্যালয়ঃ- আইসিটি টাওয়ার (১১ তলা), আগারগাঁও, ঢাকা।
ভিশনঃ- জনগনের দোরগোরায় ই-সার্ভিস সেবার মাধ্যমে জ্ঞান-ভিত্তিক অর্থনীতি, সু-শাসন ও টেকসই উন্নতি নিশ্চিতকরণ।
মিশনঃ- উচ্চ গতির ইলেক্ট্রনিক যোগাযোগ, ই-সরকার, দক্ষ তথ্য প্রযুক্তি মানবসম্পদ উন্নয়ন, সাইবার নিরাপত্তা, তথ্য প্রযুক্তিগত নিত্য-নতুন ধারণা বাস্তবায়ন, কার্যকর সমন্বয়সাধন, প্রযুক্তিগত ধারণা সকলের মাঝে বিস্তার নিশ্চিতকরণ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো, নির্ভরযোগ্য রক্ষণাবেক্ষন পদ্ধতি এবং আকর্ষনীয় তথ্য প্রযুক্তি সার্ভিস প্রতিষ্ঠা।
অত্র উপজেলায় ১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানে "শেখ রাসেল ডিজিটাল ল্যাব" এবং ১৩ টি ইউনিয়নে ইউডিসি স্থাপন করা হয়েছে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে "শেখ রাসেল ডিজিটাল ল্যাব" স্থাপনের কাজ চলমান রয়েছে।
ছবি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস